Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

History of the Union

 

আয়তন:      

 

 শীলকূপ ইউনিয়নের আয়তন ২,৭৮১ একর (১১.২৫ বর্গ কিলোমিটার)।

জনসংখ্যার উপাত্ত:

 

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী শীলকূপ ইউনিয়নের মোট জনসংখ্যা ২০,০৪৩ জন। এর মধ্যে পুরুষ ৯,৭৩৫ জন এবং মহিলা ১০,৩০৮ জন। মোট পরিবার ৪,০৭৫টি।

অবস্থান ও সীমানা:

 

বাঁশখালী উপজেলার দক্ষিণ-মধ্যাংশে শীলকূপ ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় আড়াই কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে বাঁশখালী পৌরসভা ও সরল ইউনিয়ন; পশ্চিমে গণ্ডামারা ইউনিয়ন; দক্ষিণে চাম্বল ইউনিয়ন এবং পূর্বে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো: 

 

শীলকূপ ইউনিয়ন বাঁশখালী উপজেলার আওতাধীন ৯নং (ক) ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বাঁশখালী থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯৩নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৬ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • শীলকূপ
  • মনকিরচর​

শিক্ষা ব্যবস্থা:

 

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী শীলকূপ ইউনিয়নের সাক্ষরতার হার ৩০.৫%। এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয়, ৭টি প্রাথমিক বিদ্যালয় ও ২টি কিন্ডারগার্টেন রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান:

 

মাধ্যমিক বিদ্যালয়

প্রাথমিক বিদ্যালয়  
  • উত্তর মনকিচর ওয়াজেদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম মনকিচর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম শীলকূপ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মধ্যম মনকিচর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মধ্যম শীলকূপ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মনকিচর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • শীলকূপ সরকারি প্রাথমিক বিদ্যালয়
কিন্ডারগার্টেন  
  • ইমাম বুখারী (রহ.) মডেল একডেম
  • বাঁশখালী প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজ​

যোগাযোগ ব্যবস্থা:

 

শীলকূপ ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক বাঁশখালী-পেকুয়া সড়ক, সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়

খাল ও নদী:

 

শীলকূপ ইউনিয়নের পশ্চিম সীমান্ত দিয়ে বয়ে চলেছে জলকদর খাল। এছাড়া দক্ষিণ প্রান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে বামের ছড়া ও সিবা খাল এবং উত্তর প্রান্ত দিয়ে জালিয়াখালী খাল।

হাট-বাজার :

 

শীলকূপ ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল টাইমবাজার, জালয়াখালী নতুন বাজর, মনছুরিয়া বাজার ও নুরু মার্কেট।

দর্শনীয় স্থান:

 

জনপ্রতিনিধি

 
  • বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ মহসিন

সচিব

 
  • মোহাম্মদ রহিম উল্লাহ