মোবাইল স্বাস্থ্য সেবা
মোবাইল ফোনের মাধ্যমে নাগরিকগণ এখন সরকারী স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত চিকিৎসকের কাছ থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ নিতে পারছেন। সেজন্য বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলা হাসপাতালে (মোট ৪৮২টি হাসপাতাল) একটি করে মোবাইল ফোন দেয়া হয়েছে। এই লিংকে ক্লিক করে সব নম্বর পাওয়া যাবে।
টেলিমেডিসিন
টেলিমেডিসিনের মাধ্যমে রোগী শহরের হাসপাতালে না এসেও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারছেন। উন্নত মানের টেলিমেডিসিন যন্ত্রপাতির সাহায্যে ৮টি হাসপাতালে ও স্কাইপের মাধ্যমে ২২টি ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে যে টেলিমেডিসিন সেবা দেয়া হচ্ছে তা শীগগীরই ছড়িয়ে যাবে দেশের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে।
এসএমএস-এর মাধ্যমে অভিযোগ-পরামর্শ
মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস করে নাগরিকগণ এখন যে কোন সরকারি হাসপাতালের সেবার মানের ব্যাপারে অভিযোগ বা পরামর্শ জানাতে পারেন তাৎক্ষণিকভাবে। কর্তৃপক্ষ ব্যবস্থাও নেন তাড়াতাড়ি। প্রতিটি সরকারী হাসপাতলের দেয়ালেই একটি করে সাইন বোর্ড লাগানো আছে।অভিযোগ বা মতামত পাঠানোর নিয়মঃ
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS