Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
ছবি-সহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচী-2022
Details

শীলকূপ ইউনিয়নের সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ছবি-সহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচী- 2022 ইংরেজী এর আওতায় (যারা ইতিমধ্যে স্ব-স্ব ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত স্কুল শিক্ষককে ফরম জমা দিয়েছেন) নিম্বোক্ত তারিখে শীলকূপ ইউনিয়নের নতনু ভোটারদের ছবি তোলা হবে। আগমী ০৬/১০/২০২২ ইংরেজী রোজ বৃহস্পতিবার ৬,৭,৮,৯ নং ওয়ার্ড এবং ০৭/১০/২০২২ ইংরেজী রোজ: জুমাবার ১,২,৩,৪,৫ নং ওয়ার্ডের নতুন ভোটাদের ছবি তোলা হবে। 

নিবন্ধনের সময়: সকাল ৯টা ঘটিকা হতে দুপুর ১টা ঘটিকা পর্যন্ত মহিলা দুপুর ১:১৫ টা ঘটিকা হতে বিকাল ৪:৩০ টা ঘটিকা পর্যন্ত পুরুষ

নিবন্ধনের স্থান: বাঁশখালী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়

বিঃ দ্রঃ উল্লেখিত তারিখ সমূহে কেউ ছবি তুলতে না পারলে যুক্তিসংঙ্গত প্রমাণসহ আগামী ২৫/১০/২০২২ ইংরেজী তারিখে বাঁশখালী পৌরসভা কার্যালয় অফিসে উপস্থিত হলে ছবি তুলতে পারবে। 

Attachments
Publish Date
05/10/2022
Archieve Date
25/10/2022