Title
Shilkup Union Parishad distributes relief to homeless destitute families in Corona
Details
প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তার অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে করোনায় গৃহবন্ধী হতদরিদ্র পরিবারের মাঝে বাঁশখালী উপজেলার শিলকুপ ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকালে ২য় ও তৃতীয় ধাপে ৯টি ওয়ার্ডের ৬৫টি পরিবারে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। প্রথম ধাপে এর পূর্বে ৫০টি পরিবারে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
শিলকুপ ইউপি চেয়ারম্যান মুহাম্মদ মহসিন বলেন, 'আমার নির্বাচনী এলাকার হতদরিদ্রদের তালিকা করে ৩ হাজার পরিবারের জন্য চাহিদাপত্র জমা দিয়েছি। প্রথম ধাপে যে ত্রাণ এসেছে তা দিয়ে দেড় শত হতদরিদ্র পরিবারে পৌছে দিতে পেরেছি। আগামীতে সমন্বয় করে তা প্রদানের জন্য সুনির্দ্দিষ্ট তালিকা হাতে রেখেছি। পরিষদের পক্ষ থেকে চাল ও ডালের সাথে জিবাণুনাশক সাবান প্রদান করা হয়েছে।'
এসময় উপস্থিত ছিলেন, শিলকূপ ইউনিয়ন পরিষদের সচিব মো. রহিম উল্লাহ, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষাকর্মকর্তা আবু বকর ছিদ্দিক, ২ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য সিদ্দিক আকবর বাহাদুর, ৩ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মুহাম্মদ ইউসূফ প্রমুখ।
সুত্র: বাঁশখালী জনপদ24.কম